ইসরায়েলকে ১ হাজার ৭৬০ কোটি ডলার আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত একটি প্রস্তাব বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। মঙ্গলবার ঘটেছে এই বিরল ঘটনা।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের অধিবেশনে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিক পার্টি এ সংক্রান্ত একটি বিল উত্থাপনের পর প্রতিনিধি পরিষদের ২৫০ জন সদস্য সেটি বিপেক্ষ ভোট দেন এবং পক্ষে ভোট দেন ১৮০ জন সদস্য। পক্ষে-বিপক্ষে ভোট দেওয়া এমপিদের মধ্যে ডেমোক্রেটিক-রিপাবলিক উভয় দলের প্রতিনিধি রয়েছেন।
ভোটের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, এখন এই বিল আনার সঠিক সময় নয়। ডেমোক্র্যাট প্রার্থীর অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং প্রতিনিধি পরিষদের এমপি রোজা ডিলাউরো এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই মুহুর্তে শুধু ইসরায়েলকে আর্থিক সহায়তা প্রদান করা হলে তা যুক্তরাষ্ট্রের অনেক মিত্র-অংশীদারদের কাছে দেশটির নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে বলে মনে করেন তিনি।
Developed by: BD IT AGNECY